ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

‘প্রত্যেক জেলায় হাসপাতালের মতো সিনেমা হল দরকার’

স্টাফ রিপোর্টার
২৮ জুন ২০২৫, শনিবার
mzamin

প্রত্যেক জেলায় হাসপাতালের মতো সিনেমা হলও দরকার বলে মনে করেন অভিনেতা জাহিদ হাসান। ২৬শে জুন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে কথাগুলো বলছিলেন নন্দিত এই অভিনেতা। ‘উৎসব’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। এ প্রসঙ্গে তিনি বলেন, এখনো আমি এই চরিত্রটার মধ্যে ডুবে আছি। সিনেমায় আমার চরিত্রের নাম জাহাঙ্গীর। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মাঝে জাহাঙ্গীর লুকিয়ে আছে। কারণ আমাদের প্রত্যেকটি মানুষের মাঝে হিরোইজম আছে, ভিলেন আছে। আছে উপলব্ধি করার ক্ষমতা। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সেই রিয়েলাইজেশনের সময়টা আছে। কখন মৃত্যু হয় আমরা জানি না। এই রিয়েলাইজ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আজ আমরা যারা জাহাঙ্গীরের মতো আছি, কাল আমরা ভালো হয়ে যাবো। এ ছাড়া তিনি আরও বলেন, প্রোডাকশন বয় থেকে শুরু করে এই সিনেমার সঙ্গে আমরা যারা যুক্ত ছিলাম তারা প্রত্যেকেই অনেক সৎ ছিলাম। অভিনয় নিয়ে কোনো অসৎ অবস্থার মধ্যে আমরা যাইনি। এটাই মনে হয় আমাদের সফলতার বড় বিষয়। এই সিনেমার প্রত্যেকটি দৃশ্যের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। উল্লেখ্য, তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাটিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন- জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

পাঠকের মতামত

একে দ্রুত পাবনা ভর্তি করেন।

মোবাইল ইন্টারনেটের যুগে হাসপাতালের মত সিনেমা হল দরকার... হাইস্যকর

openly making such anti religious proposal is an offence.utterly stupid man.only "gobor"in his head

পাগলে কিনা বলে আর ছাগলে কিনা কিনা খায়। তোমাদের এই খায়েস বাংলার জমীনে আর জীবনে ও পুরন হবেনা

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status