ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

ছয় বছরের সংসার ভাঙলো কনার

স্টাফ রিপোর্টার

(৪ দিন আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৫ অপরাহ্ন

mzamin

প্রায় অর্ধযুগের সংসার জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার। এবার হাঁটলেন বিচ্ছেদের পথে। গত ১৬ জুন মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে গায়িকা নিজেই জানিয়েছেন। গতকাল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বিচ্ছেদের খবর সামনে আনেন কনা। সেই স্ট্যাটাসে তিনি জানান, জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা।  ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং  গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি। আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এরপর তিনি আরও লেখেন, এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন।
আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ভালোবেসে ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কনা।

পাঠকের মতামত

আজ কালকার মেয়েগুলো বড়ই স্বার্থপর, তাই তাদের কাছ থেকেই আসে আগে বিচ্ছেদের সুর ?? নিজেরা একটু আত্মকর্ম সংস্থান করতে পারলেই নিজেকে অনেক কিছু মনে করে ?? স্বামীকে তখন কোনো মানুষই মনে করে না ?? সংসার দুইজনের সেক্রিফাইজে হয়, একজনের দ্বারা হয় না........তবে মেয়েরা বিয়ে সংসার এই বিষয়টা উপলব্ধি করে শেষ বয়সে, তখন আফসোস করে। মেয়েদের এতটা অহংকার ঠিক না মোটেও ?? পরকালের চিন্তা করা উচিৎ।

রাজ আলী
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৬ অপরাহ্ন cricket exchangecrickex88.com

বৈধ কাজের মধ্যে নিকৃষ্ট কাজ হল তালাক

জাতি হিসেবে আমরা খুবই সভ্য। তাই যে কোনো ঘটনায়ই ইতর মন্তব্য করা চাই। দু'চারখানা চড়-থাপ্পড়-লাত্থিতে যেমন মানী লোকের মান যায় না, তার চেয়েও বেশি সত্য হলো জনমভর সকাল-বিকাল ইতরপনাতেও সভ্য মানুষের মর্যাদার কোনো হেরফের হয় না। নিজেরাই নিজেদেরকে সভ্য বলে সার্টিফিকেট দিয়ে বসে থাকি কিনা।

আকবর ইমন
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৮ অপরাহ্ন cricket exchangecrickex88.com

বিয়েটা তারকাদের জন্য একটা খেলায় পরিনত হয়েছে!

MD ABDUR RAHMAN
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪:৪০ অপরাহ্ন cricket exchangecrickex88.com

পরের ইনিংস কবে ঘোষণা হবে।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status