ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
mzamin

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে নির্বাচন পরিচালনা করার অভিযোগ রয়েছে। শুধু আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সমর্থিত দলগুলো এবং জাতীয় পার্টিকে নিয়ে ওই নির্বাচন করেছিলেন তিনি। নির্বাচনে ভোটের পরিসংখ্যান নিয়েও মিথ্যাচার করেছিলেন। সংবিধান ও নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ওই নির্বাচনে দল ও প্রার্থীদের জয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে কাজী হাবিবুল আউয়ালকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে। 
 

পাঠকের মতামত

বড় মাপের পাপি। ফ্যাসিষ্টের নীল নকশা বাস্তবায়কারী। জাতির গায়ে তার সৃষ্ট ঘা এখনও দগদগে। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হউক। যাতে রাষ্ট্রের বড় বড় দায়িত্বে যারা আছেন ও আগামীতে আসবেন তারা নিশ্চয়ই এর থেকে শিক্ষা নিতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১০:৫৩ পূর্বাহ্ন cricket exchangecrickex88.com

এরও কৃতকর্মের জন্য জুতার মালা প্রাপ্য। জুলুম, অত্যাচার ও মিথ্যাবাদিদের জন্য আল্লার ফায়সালা বড়ই নির্মম। যারা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে আছেন ও আগামীতে আসবেন তারা নিশ্চয়ই এর থেকে শিক্ষা নিবেন।

তৈমুর
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫৮ পূর্বাহ্ন cricket exchangecrickex88.com

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status