ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

‘জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না’

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

জুলাই ঘোষণাপত্র, ফ্যাসিস্টদের বিচার, সংস্কার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না। প্রয়োজনে আবারো রাজপথে নামার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত মঙ্গলবার রাতে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে জুলাই পথযাত্রা অংশ হিসেবে এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, আমরা জনগণের অধিকার নিশ্চিত, প্রতিটি ধর্ম-বর্ণের মানুষ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন সেজন্য রাজনৈতিক দল গঠন করেছি। তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এই কাউনিয়ার কৃতী সন্তান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেনের পাশে থাকবেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো তাঁবেদারি বা চক্রান্ত মেনে নেয়া হবে না বলেও জানান নাহিদ।
জাতীয় নাগরিক পার্টি কাউনিয়া উপজেলা শাখার আয়োজনে পথসভায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার বক্তব্যে সকলকে প্রস'ত থাকার আহ্বান জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানকে ধরে রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আমাদের আবারো রাজপথে আন্দোলন করা লাগতে পারে।
এ সময় সদস্য সচিব আকতার হোসেন বলেন, বিগত বছরগুলোতে এ অঞ্চল খুবই অবহেলিত ছিল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকার অনেক উন্নয়ন হবে। এলাকার উন্নয়নে আর কাউকে ছাড় দেয়া হবে। মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, গত ৫ই আগস্টের পরে একটি দল সংবিধানের বিরোধিতা করেছিল, হঠাৎ সেই দল আগের সংবিধানের প্রতি মায়া দেখাচ্ছেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এদেশের মানুষ জেগে উঠেছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপসি'ত জনতাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গণ-অভ্যুত্থানকে লালন-ধারণের জন্য সকলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থাকবেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিস আলম, কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম, সদস্য জুয়েল রানা, আবু হেনা মোস্তফা কামাল, সংগঠক রায়হান, মোসলেম, গালিব, শিপন, রাজুসহ এনসিপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status