ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সুষ্ঠু নির্বাচন হলেই শহিদের আত্মা শান্তি পাবে: খোকন

নরসিংদী প্রতিনিধি

(৩ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩২ অপরাহ্ন

বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং আয়োজন করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার উদ্যোগে। বৃহস্পতিবার (০৩ জুলাই) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডাঃ এম.এস.এস হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন   জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি   হারুন-অর-রশিদ, শহর বিএনপির সভাপতি এ,কে,এম গোলাম কবির কামাল (সাবেক জি,এস), ও সক্রেটারী ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাজারুল হক টিটু, জেলা বিএনপির  প্রচার সম্পাদক  ইলিয়াছ আলী ভূইয়া,  ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ (সাবেক এ,জি,এস), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহামুদ হোসেন চৌধুরী সুমন (সাবেক এ,জি, এস), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকারম হোসেন ভূঁইয়া ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, যুব  বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি সোরাব হায়দার, সহ সাংগঠনিক সম্পাদক  জেলা যুবদলের সহসভাপতি নাজমুল হক ভুইয়া মোহন,  জেলা কৃষক দলের আহবায়ক আপেল মাহমুদ ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা মহিলা দলের সভাপতি এড.উম্মে সালমা মায়া ও সেক্রেটারী ছালমা আক্তার স্বপনা আহমেদ,    নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোশারফ হোসেন খান, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোশারফ হোসেন সজল,নরসিংদী শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সহ জেলা,উপজেলা, পৌরসভা,ইউনিয়ন  বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মহিলা দল, উলামা দল সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
প্রমুখ। এসময় প্রধান অতিথি খায়রুল কবির খোকন বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন আবু সাঈদ তাহমিদসহ সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই বিজয় চূড়ান্ত বিজয় নয়, এই বিজয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। চূড়ান্ত বিজয় তখনই হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া চূড়ান্ত বিজয় সম্ভব নয়, আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলেই শহিদের আত্মা শান্তি পাবে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status