ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

চুয়াডাঙ্গায় ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আয়োজনে মানবন্ধনে বিদ্যালয়গুলোর শতাধিক শিক্ষক অংশ নেন। 
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন বাবু ও লিখন আহমেদ, চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক শিরিনা আখতার।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে জেলার ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এসব শিক্ষক নিজেরা খেয়ে না খেয়ে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। অবিলম্বে এসব শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতি ও এমপিওভুক্তির মাধ্যমে সমস্যা সমাধানেরও দাবি জানান তারা।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status