বাংলারজমিন
ভোটকেন্দ্র দখলের ঘটনায় সাবেক এমপি জাফর আলমের আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারভোটকেন্দ্র দখল ও ধানের শীষের এজেন্টকে মারধরের ঘটনায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জাফর আলমকে আদালতে আনা হয়। বিচারক উভয়পক্ষের শুনানি শেষে নতুনভাবে আরও পেকুয়া থানার একটি মামলায় তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে গত ১৮ই জুন সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে ৭টি মামলায় ১৮ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। ১৪ দিন রিমান্ড শেষে গতকাল সকাল সাড়ে ৯টায় সাবেক এমপি জাফর আলমকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে পেকুয়া উপজেলায় ভোটকেন্দ্র দখল ও ধানের শীষের এজেন্টকে মারধরের মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। আগের অবশিষ্ট ৪ দিনের রিমান্ড সংযুক্ত করে মোট ৭ দিনের রিমান্ড কার্যকর করা হয়। শুনানি শেষে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় সাবেক এমপি জাফর আলমকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
২০১৮ সালের ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসার ভোটকেন্দ্রটি জাফর আলমের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী নিয়ে দখল করে। ওইসময় ভোটকেন্দ্র থেকে বিএনপি’র এজেন্ড আবদুর রহিমকে মারধর করে বের করে দেন।
পরে নৌকা প্রতীকে সিল মেরে ভোটের বাক্সে ঢুকিয়ে দেন। ২০২৪ সালের ৩রা অক্টোবর ভোটকেন্দ্র দখল ও মারধরের অভিযোগে ধানের শীষের এজেন্ট আবদুর রহিম বাদী হয়ে পেকুয়া থানায় জাফর আলমসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।
সাবেক এমপি জাফর আলমের পক্ষের আইনজীবী এডভোকেট ওমর ফারুক বলেন, বিগত ২০১৮ সালের ৩রা অক্টোবর পেকুয়ার একটি ভোটকেন্দ্র দখলের ঘটনায় একটি মামলা হয়। ওই মামলায় জাফর আলমসহ আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।
আদালতে ৭ দিনের রিমান্ড চাইলে সাবেক এমপি’র পক্ষের ১০-১২ জন আইনজীবী বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।