ঢাকা, ৩০ জুন ২০২৫, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৩ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

কিছু মানুষ নিজেদের দেশের মালিক মনে করছে: মঈন খান

স্টাফ রিপোর্টার

(৪ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৬:৪৫ অপরাহ্ন

mzamin

আজ যেন কিছু মানুষ নিজেদের বাংলাদেশের মালিক মনে করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, আজ এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেন কিছু মানুষ নিজেদের বাংলাদেশের মালিক মনে করছে। যারা গণতন্ত্রের কথা বলেন, তারা রাজপথে এসে দেখুন- বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মামলা হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এমনটা হয়নি। বিএনপির প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। অথচ আজ যারা বড় বড় কথা বলছেন, তাদের বিরুদ্ধে আদৌ কোনো অন্যায় হয়েছিল কি না, সে প্রশ্নও উত্থাপন করেন তিনি।

তিনি বলেন, পিআর নিয়ে আলোচনা হতে পারে। পিআর কর্মকাণ্ড চলতেই পারে। কিন্তু এটিকে কেন্দ্র করে যদি কেউ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা করে, তাহলে ধরে নিতে হবে- তারা বাংলাদেশের মূল আদর্শে নয়। বরং নিজেদের ব্যক্তি ও দলীয় স্বার্থেই বিশ্বাস করে।
ড. মঈন বলেন, আজ যারা বড় বড় কথা বলেন, তাদের অনেকেই ভুলে যান-এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে। যার ৮০-৯০ শতাংশই বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছে। তবে তারা কখনো তা মুখে বলেনি। বরং নিজেদের পরিচয় দিয়েছে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। বাংলাদেশ কারও একক মালিকানার সম্পত্তি নয়। এক বছর আগে আওয়ামী লীগ সেটাই ভাবতে গিয়ে তার ফল ভোগ করেছে। এখনো কেউ যদি একই ভ্রান্ত ধারণা পোষণ করে, তবে সেটা হবে মারাত্মক ভুল।

ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ বক্তব্য রাখেন।
 

পাঠকের মতামত

যেমন বিএনপি দুই নাম্বারি কাজ প্রথম শুরু করে, আওয়ামীলীগ তা অনুসরণ করে।

এ এইচ ভূঁইয়া
৩০ জুন ২০২৫, সোমবার, ৮:০৩ অপরাহ্ন cricket exchangecrickex88.com

Wasn't it BNP that failed to stop the RAW agents in our country installing the Indian agent Sheikh Hasina as the head of our government? Wasn't it BNP that carried on failing year after year? And wasn't it the ordinary student/people of our country that succeeded in toppling the Indian agents in our country? Moreover, isn't it BNP that is the current choice of RAW - to recruit their agents?

You are correct, Mr. Khan. The cohorts of fascist BAL, whom include you and other BNP leaders, think Bangladesh is their personal property like BAL leaders did.

১০০% সত্যি কথা বলেছেন যেমন আপনারা, আগে মনে করতো আওয়ামীরা।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

১০

গুঁড়িয়ে দেয়ার দাবি অসত্য/ বাংলাদেশি কূটনীতিকের তেহরানের বাসা অক্ষত!

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status