ঢাকা, ৩০ জুন ২০২৫, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৩ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের  ফরর্দোসহ ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফরদো, নাতাঞ্জ ও ইস্ফাহান। তিনি একে ‘অত্যন্ত সফল’ অভিযান হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেন, ফরর্দো স্থাপনাটিতে ‘পূর্ণ ক্ষমতার’ বোমা বর্ষণ করা হয়েছে। তবে ইরান জানিয়েছে হামলার আগেই ওইসব স্থাপনা থেকে তারা পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৭টায়) ট্রাম্প একটি টেলিভিশন ভাষণে হামলার বিস্তারিত তুলে ধরবেন। ওদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও ফরর্দো স্থাপনাটিতে ‘শত্রু পক্ষের আক্রমণ’ হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ফরর্দো হলো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং গোপন পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র, যেটি প্রায় ৮০ মিটার ভূগর্ভে অবস্থিত। বিশ্লেষকদের মতে, এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন এবং এর জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা ও বিশেষ ধরনের বিমান প্রয়োজন। এর আগে মার্কিন সামরিক সূত্র জানায়, গুয়াম দ্বীপে বি-২ স্টেলথ বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এই বিমানই একমাত্র এমন বোমা বহনে সক্ষম, যা ফরর্দোর মতো শক্ত ঘাঁটিকে ধ্বংস করতে পারে। হামলার পেছনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ও কৌশল নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ তার আগ্রাসী পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ। হোয়াইট হাউস সূত্র বলছে, ইরানের পারমাণবিক সক্ষমতা রুখতেই এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো পাল্টা হামলার ঘোষণা পাওয়া যায়নি। 
বিশ্ব নেতারা ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 
 

পাঠকের মতামত

চোরের চোরের মাসতুতঃ ভাই।

মোঃ জয়নুল আবেদন সিদ
২২ জুন ২০২৫, রবিবার, ৭:৫৬ অপরাহ্ন cricket exchangecrickex88.com

নির্লজ্জ্ব যুদ্ধবাজ যুক্তরাষ্ট্র তো তার স্বভাবসুলভ সাম্রাজ্যবাদী আচরণ করবেই!! আমরা আমাদের ইসলামি উম্মাহর বিভক্তির কারণে বার বার এরকম ঘৃণ্য অন্যায় দেখে লজ্জিত। আল্লাহ আমাদের একমাত্র হেফাজতকারী। নামাজের কাতারে আমরা এক কিন্তু বাস্তবে....

আমেরিকা হচ্ছে বিশ্ব সন্ত্রাসী। আমেরিকা সাধারণ নাগরিক, নারী, শিশু সহ অসংখ্য নিরপরাধ লোকের খুনি। আর ট্রাম্প হচ্ছে একটা মাতাল, খুনি। আমেরিকার জনগণ এ মাতালকে কিভাবে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে এটা বুঝে আসে না।

USA aongsho niye war ke phooljhorir moton prosar korche na ta--?

যারা বলছে যুক্তরাষ্ট্রের হামলা 'ইসলামের পরাজয়' তাদেরকে বলি, এটা ইসলাম নিয়ে যুদ্ধ নয়। এটা আঞ্চলিক আধিপত্যের লড়াই। আক্রমনকারী এবং আক্রান্তের সাথে ইসলামের সম্পর্ক নাই।

মানুষে মানুষে চিনে স্বর্ন কারে সোনা, সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি এও সকলের‌ জানা। ইসরাইলী ন্যাড়া কুত্তার সাথে মার্কিনী এলটৈশিয়ান কুকুরের ভালোবাসা, দফায় দফায় বোমা মেরে গাজা ইরানের করল এ দুর্দশা। ঐ আল্লাহ্ যেনো করেন নম্রুদ ফেরাউনে দশা। আ মি ন ইয়া রব।

নূর মোহাম্মদ এরফান
২২ জুন ২০২৫, রবিবার, ১০:৫৮ পূর্বাহ্ন cricket exchangecrickex88.com

shame on Arab community and Muslim, if they will not united then must watch this kind of live video.

The mad man has turned into a Zionist cadre.

সত্য সমাগত, মিথ্যা অপসৃত মিথ্যার পতন অবশ্যম্ভাবী-আল কুরআন

ইহুদিবাদের পরাজয় ইসলামের জয় হবেই ইনশা আল্লাহ।

টুকরো টুকরো করে বাঁচো না, শান্তিতে বাঁচো,

অবিলম্বে আমেরিকার উপর হামলা করতে হবে

ইসলাম একমাত্র সত‍্য ধর্ম বাকি সব রাবিশ। ইসলামের ইতিহাস জানা প্রয়োজন সকলের। ইসলাম বীরের জাতি। মহান আল্লাহ্ এক তার কোনো শরীক নেই। নিশ্চয়ই সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে এবং হিসাবের কাঠগড়ায় দাড়াতে হবে। ইসলাম অবশ‍্যই জয়ী হবে। আর ইহুদি তো অভিশপ্ত জাতি। এটা আল্লাহ্ পাকের ঘোষণা।

আমেরিকা হচ্ছে বিশ্বের সমস্ত নৃশংসতার খলনায়ক।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

১০

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান/ সকল বিকল্প উন্মুক্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status