ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

সালাহউদ্দিন আহমদ

প্রধান উপদেষ্টা আবার ডেকেছেন, আনুষ্ঠানিকতার আয়োজন থাকলেও ‘কাজের খবর নেই’

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৩১ মে ২০২৫, শনিবার, ৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

আলোচনার জন্য আগামী ২ জুন বিএনপিকে আবারও আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘‘আগামী ২ জুন আবার আমাদের ডেকেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা এ রকম বুঝেছি, আনুষ্ঠানিকতার আয়োজনের কোনো কমতি নেই। কিন্তু ‘কাজের কোনো খবর নেই’। আবার ডেকেছেন ২ তারিখে, দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন, উদ্বোধন কয়বার করতে হবে?’’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। এটা বাংলাদেশের মানুষের দাবি। একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংস্কার হবে। সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার থেকে বেশি জরুরি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার, যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে, এটা আমাদের সর্বোচ্চ এজেন্ডা। কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দেবেন বলে যে আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে সরে গেলেন। সেটা ঠিক করেননি।’

তিনি বলেন, ‘নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নেই আপনার সামনে, যুক্তি নেই, কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দেবেন। সেটার পক্ষে একটিও যুক্তি নেই। কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন। কেন! আছর পড়েছে আপনার? যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে থাকতে হবে!’

পাঠকের মতামত

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংস্কার হবে। সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার থেকে বেশি জরুরি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার, যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে, এটা আমাদের সর্বোচ্চ এজেন্ডা।

চমৎকার বলেছেন মিঃ সালাউদ্দিন, ২০১৮ সালেও নির্বাচন নিয়ে এরকম আলোচনা আমরা দেখেছি, চুড়ান্ত ফলাফল ছিল নিশি রাতের ভোট।

শালা উদ্দিন নাম কি আর মানুষ এমনি এমনি দিসে। এস আলাম, ভারতের দালাল

নির্বাচন কখনও ইউনুস সাহেব দিবে না।এই দেশের মানুষের দুর্ভাগ্য যে জনগণ k সবাই ব্যাভার করেন।আগে শুনতাম উন্নয়ন আর এখন শুনি সংস্কার। সংস্কার একটা চলমান

একটু অপেক্ষা করেন ফল পাবেন ।

BNP AL এর থেকে বর দানব হবে।আমরাই জনগন আমরা নির্বাচন চাইনা, ইউনুস স্যার কে ৫ বছর চাই। al থেকে ছাত্র নেত্রিত্তে মুক্তি পেল দেশ।নতুন রাক্ষস থেকে কে বাচাবে???

দেশে তারাতাড়ি নির্বাচন না হলে দেশ ও দেশের মানুষের অনেক ক্ষতি হবে বিলে আমি মনে করি। সরকারের উচিত গ্রামেগঞ্জে গিয়ে সাধারণ মানুষ কি চায় তা বুঝা উচিত।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status