ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

সোহরাওয়ার্দীতে মহাসমাবেশে রেজাউল করীম

পিআর পদ্ধতিতে নির্বাচনে ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে

স্টাফ রিপোর্টার

(২ দিন আগে) ২৮ জুন ২০২৫, শনিবার, ৫:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘রাষ্ট্রের মূলনীতিসহ সংসদের উভয় কক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের মতো বিষয়ে ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে।’  

শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে এ কথা বলেন তিনি। সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নেই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতিতে নির্বাচন করার পক্ষের জনসমুদ্র।’

তিনি আরও বলেন, ‘১৯৭২ সালে রচিত সংবিধান ছিল-দেশের মানুষের বোধবিশ্বাস ও গণআকাঙ্ক্ষার বিরোধী। সেই সংবিধান রচয়িতাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার করার ম্যান্ডেট-ই ছিল না। তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন। ফলে যা হওয়ার তাই-ই হয়েছে।’

মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘কোনোক্ষেত্রেই কাঙিক্ষত ও সমৃদ্ধ উন্নতি হয়নি। রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো-সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। এজন্য আমরা সংস্কারের প্রশ্নে কঠোর, অবিচল ও আপসহীন অবস্থান নিয়েছি।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল-দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা।
৫৪ বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা। অভ্যুত্থানের পর সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা মতামত দিয়েছি। এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে। আমরা লক্ষ করছি-মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছেন। এটা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগে অবস্থায় নিয়ে যাওয়া যাবে না।’

পাঠকের মতামত

পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব । সকল দলের প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ্ । আর এই পদ্ধতিতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না । এতে সকল দলের জন্যই মঙ্গল কারন তাদের আর দেশ ছেড়ে পালানোর দরকার হবে না ।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে আওয়ামীলীগের সর্বনিম্ন ১২০/১৩০ জন এমপি থাকবে। আওয়ামীলীগ নতুন এক কৌশলে নির্বাচন করবে

Emne jitar murodh nai. Tai anupatik har.

পি আর সিস্টেম চমৎকার

মানুষ আছে ভোট নাই তার নাম চরমোনাই

They are Dalal

হাসিনার এই দালাল মুনাফিক এর আগে হাসিনার সাথে সব নির্বাচন অংশগ্রহণ করেছে এখন আবার নতুন বয়ান ছাড়ছে।

ফ্যাসিস্ট হাসিনার দোসর ইসলামী আন্দোলন। বরিশালে মেয়র নির্বাচনে কিল ঘুষি না খাইলে এরা ২৪ এর আমি ডামি নির্বাচনেও অংশ নিতো। হাসিনার সাথে সকল নির্বাচনে অংশ নিয়ে আবার আ, লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান নেয়। এখন আবার নতুন বায়না ধরেছে।

এ,কে,এম জাকির হোসেন
২৮ জুন ২০২৫, শনিবার, ৭:৫৩ অপরাহ্ন cricket exchangecrickex88.com

খালি কলস বাজে বেশি!!

আসন ভিত্তিক নির্বাচনে পিআর পদ্ধতির নির্বাচন কেন হবে? আমি স্বতন্ত্র নির্বাচন করতে চাই। এটার বিধান কী হবে আগে বলেন।

শামীম জাহাঙ্গীর
২৮ জুন ২০২৫, শনিবার, ৭:২১ অপরাহ্ন cricket exchangecrickex88.com

সব দালাল এক হয়েছে

এই ধর্ম ব্যবসায়ী ভাল করেই জানে নির্বাচন হলে বাংলাদেশের কোথাও কোন আসন পাবে না।তাই পিআর পদ্ধতিতে নির্বাচন করে ১/২ টা আসন কি করে পাওয়া যায় সসেই ধান্দায় আছে।

ফ্যাসিস্টেরে পাখা দিয়া বাতাস কইরা এখন কত বুজেরে, কত কথা বলেরে। সর্বশেষ বরিশালের মেয়র নির্বাচনে নাক ফাটাইছে আর যদি নির্বাচিত হতেন এখন কেরামতি ফাটাইত।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status