ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

সালাহউদ্দিন আহমদ

ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, একটিও কারণ নেই এর বাইরে যাওয়ার

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৩১ মে ২০২৫, শনিবার, ২:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। এটা বাংলাদেশের মানুষের দাবি। একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া।’ শনিবার রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংস্কার হবে। সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার থেকে বেশি জরুরি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার, যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে, এটা আমাদের সর্বোচ্চ এজেন্ডা। কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দেবেন বলে যে আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে সরে গেলেন। সেটা ঠিক করেননি। 

তিনি বলেন, ‘নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নেই আপনার সামনে, যুক্তি নেই, কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দেবেন। সেটার পক্ষে একটিও যুক্তি নেই। কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন। কেন! আছর পড়েছে আপনার? যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে থাকতে হবে!’

পাঠকের মতামত

আগে নির্বাচন। সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অনির্বাচিত সরকারের সুবিধাভোগীরাই নির্বাচনকে বিলম্বিত করছে। কারণ নির্বাচন হলে আম-ছালা সবই যাবে। নির্বাচন ছাড়া মজাতো ভালই লাগছে।

আ.ক.ম সেলিম
১ জুন ২০২৫, রবিবার, ১২:০২ পূর্বাহ্ন cricket exchangecrickex88.com

BNP should first reform itself and then ask for election! We need to reform our every institutions and bring justice to the July Uprising! Only then we can expect a better Bangladesh!

ইতোপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন, নির্বাচন কমিশন সে অনুযায়ী তাদের প্রস্তুতির কথা জানিয়েছিল। আর এখন হঠাৎ করে সেই নির্বাচন জুন মাসে বদলি হয়ে গেল। অনিবন্ধিত রাজনৈতিক দল সমুহ কে সুবিধা দিতে গিয়ে নির্বাচনের মতো একটি অনিবার্য গণতান্ত্রিক উপাদান এভাবে তুচ্ছ, তাচ্ছিল্য করা ভবিষ্যতের জন্য সুখকর নয়।

একটা জারজদের দল বিএনপি। ভারতীয় জাতীয়তাবাদী দল।

তোমাদের পরিনতি আওয়ামী লীগের চায়ে করুন হতে পারে অপেক্ষা করো।

গণভোট শুরু করা হউক জনগণ নির্বাচন চাচ্ছে কি না

আগে জুলাই হত্যার বিচার, সংস্কার এর পরে নির্বাচন সারাদেশের জনগণের দাবী।

আগে জুলাই হত্যার বিচার, সংস্কার এর পরে নির্বাচন সারাদেশের জনগণের দাবী।

এস. এম. এ সালাম (বুল
৩১ মে ২০২৫, শনিবার, ২:৫৫ অপরাহ্ন cricket exchangecrickex88.com

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status