ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

ভুয়া ভিসা দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ হেনার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার
mzamin

জাল ভিসা দিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক ট্র্যাভেল এজেন্সির মালিকের বিরুদ্ধে। হাসনা আক্তার হেনা নামের ওই নারী হাসনা হেনা ট্র্যাভেল এজেন্সির মালিক। রাজধানীর যমুনা ফিউচার পার্কের বিপরীতে প্রতিষ্ঠানটির অবস্থান। হেনার বিরুদ্ধে অসংখ্য মানুষকে নিউজিল্যান্ডের ভুয়া ভিসা দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার হয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে। ভুক্তভোগী একটি পরিবার হেনার বিরুদ্ধে মামলাও করেছে। 

ভুক্তভোগীরা জানিয়েছেন, শুধুমাত্র ৬ জন ভুক্তভোগীর কাছ থেকে হেনা হাতিয়ে নিয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা। নিউজিল্যান্ড যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে ভুক্তভোগীরা নিজেদের শেষ সম্বলটুকু হেনার কাছে তুলে দিয়েছেন। বিদেশ গিয়ে স্বপ্ন পূরণ তো সম্ভব হয়নি এখন অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। এরমধ্যে হেনা সবুজ নামের এক ব্যক্তির কাছ থেকে নিয়েছেন ৭১ লাখ টাকা। এ ছাড়া সুমি ৭ লাখ ৫০ হাজার, পাভেল ৭ লাখ ৫০ হাজার, একজনের কাছ থেকে ৩ লাখ এবং আরও একজনের কাছ থেকে ৪ লাখ টাকা নিয়েছেন। 

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাল ভিসা দিয়ে অসহায় মানুষের অর্থ হাতিয়ে নিয়ে এখন অফিস বন্ধ করে দিয়েছেন হেনা। অফিস বন্ধ পেয়ে ভুক্তভোগীদের হতাশা আরও বেড়ে যাচ্ছে। তার মোবাইলে ফোন দিলেও তিনি রেসপন্স করছেন না। এর আগে তার সঙ্গে দেখা হলেই বলতেন অন্য দেশের ভিসা এনে তাদের ক্ষতি পুষিয়ে দিবেন। 

 নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাসনা আক্তার হেনা বলেন, আমার সঙ্গে কারও লেনদেন হয়নি। আমার স্বামী মারা গেছে। বিয়ের দুই মাস পরেই মারা যায়। এখন যারা অভিযোগ করেছে তারা আমার স্বামীর আগের ঘরের ছেলের সঙ্গে যোগাযোগ করুক। স্বামীই ট্র্যাভেল এজেন্সির ব্যবসা করতো দাবি করে তিনি আরও বলেন, তার সঙ্গে কারও লেনদেন হয়ে থাকলে হতে পারে। আমি একজন অসহায় নারী। আমাকে কেন হয়রানি করছে? তিনি বলেন, সবুজ নামের এক ছেলে আমার কাছে টাকা পাবে বলে মামলা করেছে। শুধু তার সঙ্গেই আমার লেনদেন হয়েছে। কিন্তু সে ডকুমেন্টস নিয়ে আসুক। আমার কাছেও ডকুমেন্টস আছে। হিসাব করলে আমি তার কাছে আরও তিন লাখ টাকা পাই।

 

পাঠকের মতামত

বাব্বাহ্, এতো দেখি মহা ঘোড়েল!

আইনের ভিসা আসছে তোমার জন্য।

রাশিদ
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৮:২০ পূর্বাহ্ন cricket exchangecrickex88.com

মনে হচ্ছে, ধুরন্ধর প্রকৃতির মানব!

Nayeem
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:৩৫ পূর্বাহ্ন cricket exchangecrickex88.com

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status