বাংলারজমিন
অভিযানের পরও কারবারিরা বেপরোয়া, হাত বাড়ালেই মিলছে মাদক
অভয়নগর (যশোর) প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, শুক্রবারযশোরের অভয়নগরে সেনা ও পুলিশের যৌথ অভিযানের পরও থামছে না মাদকের কারবার। কিছু এলাকার কারবারি আগের চেয়েও বেপরোয়া হয়ে উঠেছে। তারা রাজনৈতিক আশ্রয়ে থাকা প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়া ও কিছু পুলিশ সদস্যের সহযোগিতায় এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। বয়স্ক থেকে শুরু করে কোমলমতি শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়ে পড়ছে। গ্রেপ্তার মাদক কারবারিরা আটক হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে আবারো কারবারে জড়িয়ে পড়ছে। স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ থাকলেও কিছু পুলিশ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিরা তাদের পুনরায় মাদক কারবারে জড়াতে বাধ্য করছেন। না জড়ালে সাপ্তাহিক বা মাসিক মাসোহারা দিতে হচ্ছে। অন্যথায় মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। সমপ্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া এক মাদক কারবারি সরোয়ার হোসেন (ছদ্মনাম) জানান, বেনাপোলের পর নওয়াপাড়ার কয়েক প্রভাবশালীর মাধ্যমে মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পাঠানোর ব্যবস্থা রয়েছে। কারণ নওয়াপাড়ায় রেল, নৌ ও রাজপথে যাতায়াতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পথ রয়েছে। এ কারণে অভয়নগর জুড়ে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজছাত্র বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুর মাধ্যমে মাদক সেবন শুরু করেন তিনি। নওয়াপাড়া বাজারের গরুহাটা, বৌবাজার, প্রফেসরপাড়া ও শাহীমোড় এলাকা থেকে এসব মাদক কেনেন তিনি। মোবাইলে বিকাশ করার পর মাদক কারবারির দেয়া স্থানে পৌঁছালে মেলে কাঙ্ক্ষিত মাদক। এ বিষয়ে আব্দুল্লাহ রানা মুহিত নামের এক অভিভাবক বলেন, নওয়াপাড়া শহরে “হাত বাড়ালেই মাদক মেলে”। কলেজপড়ুয়া দুই ছেলে মাদকাসক্ত হওয়ার পর রিহাবে পাঠানো হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রভাবশালী ও প্রকৃত কারবারিরা থাকে ধরাছোঁয়ার বাইরে। এ ব্যাপারে বৃহস্পতিবার (৩রা জুলাই) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, কারবারিরা কৌশল পরিবর্তন করে মাদক সরবরাহ করছে। তারা যত কৌশল অবলম্বন করুক না কেন, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
আর মাদকের সঙ্গে পুলিশ জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে দাপ্তরিকসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।