বাংলারজমিন
রূপগঞ্জে পরকীয়ার জেরে যুবককে হত্যা
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে প্রেমিকা ও তার স্বামীর ছুরিকাঘাতে সানাউল্যাহ বাদশা (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল রাতে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানাউল্যাহ ওই এলাকার মুকাররম মিয়ার ছেলে। সে স্থানীয়ভাবে ডিশ ও ইন্টারনেট ব্যবসার পাশাপাশি মাদক কারবারে জড়িত ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (রূপগঞ্জ সার্কেল) মেহেদী ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রী শাহিমার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় সানাউল্যাহ। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশি বৈঠকও হয়েছে। মঙ্গলবার রাতে বাদশা মুকুলের বাড়িতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী শাহিমা মিলে ধারালো ছোরা ও শাবল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সানাউল্যাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু আলামত জব্দ করে। ঘটনার পরপরই অভিযুক্ত দম্পতি পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।