বাংলারজমিন
ভাতিজির আত্মহত্যার খবর শুনে চাচির মৃত্যু
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারসিলেটের বিয়ানীবাজারে বিষপানে ভাতিজির আত্মহত্যার খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে চাচির মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে এ ঘটনা ঘটে। বিভিন্ন সূত্র জানায়, গতকাল রাতে বিষপানে আত্মহত্যা করেন সেলিম উদ্দিনের মেয়ে শিপা বেগম (২২)। এ ঘটনার আকস্মিকতায় চাচি ফুলেছা বেগমের হৃদরোগে আক্রান্ত হন। এ সময় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে শিপা বিষপান করেছে তা নিয়ে মুখ খুলছেন না কেউ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবদুলাল ধর বলেন, বিষপানে ওই যুবতীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আত্মহত্যার কারণ জানা যাবে। তবে পুলিশ তদন্ত করছে।