বাংলারজমিন
কোম্পানিগঞ্জে সাপের দংশনে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারনোয়াখালীর কোম্পানিগঞ্জে সাপের দংশনে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় তার মৃত্যু হয়। এর আগে, একইদিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের নিজ বসতঘরে তাকে সাপে দংশন করে। মারা যাওয়া শিশুটির নাম মোসাম্মৎ হাবিবা (৮)। সে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির হোসেন ফকির বাড়ির মো. হানিফের মেয়ে। হাবিবা স'ানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। এসব তথ্য নিশ্চিত করে চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম। তিনি বলেন, মঙ্গলবার দুপুরের দিকে মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে বাড়িতে যায় হাবিবা। এরপর বসতঘরে দুপুর ২টার দিকে হাবিবার হাত থেকে চালের ড্রামের পাশে তার হাত থেকে একটি কলম পড়ে যায়। ওই সময় মাটি থেকে কলম নেয়ার সময় হাবিবাকে বিষধর সাপ দংশন করে চলে যায়। পরে তার হাতে সাপে দংশন করা ওপরের স'ানে বেঁধে তাকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম মানবজমিনকে বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে, এ বিষয়ে খোঁজখবর নেয়া হবে।