বাংলারজমিন
কাউখালীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারকাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় লামিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু চিরাপাড়া গ্রামের দুলাল মোল্লার মেয়ে। জানা যায়, লামিয়া তার মায়ের সঙ্গে খুলনা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিল। এ সময় অটো থেকে নেমে রাস্তায় দাঁড়ালে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে লামিয়াকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স'ানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয় কাউখালী থানার ওসি সোলায়মান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস'া নেয়া হবে।