বাংলারজমিন
চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে থানা পুলিশ, ৫৭টি মামলায় ৫৯ আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২ কিলোমিটারের মধ্যে ৩৭ কিলোমিটারের ভারত সীমান্তবর্তী চৌদ্দগ্রাম থানা। সীমান্তবর্তী হওয়ায় ভারত থেকে মাদক পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্পট। ৫ই আগস্টের পর বিভিন্ন প্রতিকূলতার কারণে পুলিশের সক্ষমতা কিছুটা কমে যাওয়ায় বেপরোয়া হয়ে ওঠে মাদক ব্যবসায়ীরা। এতে করে নতুন করে আবারো মাদকের বিস্তার শুরু হয় ১৩টি ইউনিয়নে ও ১টি পৌরসভায়। এমন পরিসি'তি মোকাবিলায় সোচ্চার হয়ে ওঠে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে গত তিন মাসে ৬৬৪ কেজি গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই সময়ে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫৭টি মামলায় ৫৯ জন মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। ভারত সীমান্তবর্তী ৪২ কিলোমিটার মহাসড়কের এই উপজেলায় এপ্রিল, মে, জুন (২৯) মাসের মধ্যে মে মাসে সবচাইতে বেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। তিন মাসে গাঁজা ছাড়াও ৪১১৯ পিস ইয়াবা, ১৬৮২ বোতল ফেনসিডিল, ৫৯ বোতল বিদেশি মদ ও ২২ বোতল বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাাজির আহমেদ খাঁনের নির্দেশে এবং এসপি সার্কেল নিশাত তাবাচ্ছুমের সার্বিক সহযোগিতায় মাদকবিরোধী অভিযানের পাশাপাশি গত ১৫ই জুন থেকে ৩০শে জুন পর্যন্ত ১৫ দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ মহাসড়ক এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।