বাংলারজমিন
‘অনেকেই আসে, খালি আমার মণি আসে না’
ইবি প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার‘প্রতিদিন অনেকেই আসে দেখা করতে, খালি আমার মণিই আসে না।’ কান্নাভেজা কণ্ঠে বলছিলেন ছাত্র আন্দোলনে শহীদ সাব্বিরের (২৩) মা রাশিদা খাতুন। গত বছরের ১৮ই জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনরত অবস'ায় পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন সাব্বির। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপার চড়িয়ারবিল এলাকায়। মা রাশিদা খাতুন এখনো বিশ্বাস করতে পারেন না যে তার বুকের ধন আর ফিরবে না। তিনি বলেন, সেদিন দুপুরে আমার এমনি এমনি কান্না আসছিল। আমি তো জানতাম না আমার মণি দুনিয়া থেকে চলে যাচ্ছে। বিকালের দিকে একজন এসে আমাকে বলেন, ‘সাব্বিরের মা, তোমার সাব্বির তো পুলিশের গুলিতে মারা গেছে।’ আমার তো দুনিয়াই থেমে গেল।