বাংলারজমিন
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারপঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় দিপু চন্দ্র বর্মন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক। বুধবার দুপুরে উপজেলার ময়দানদীঘিতে তেপুকুরিয়া সড়কের ঝলঝলি দীঘি নামকস'ানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দিপু উপজেলার ব্যাংহারি বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জন পাড়া গ্রামের বুধারু বর্মনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দিপু মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ময়দানদীঘি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে ঘটনাস'লে একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়েন। পরে ভ্যানের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেলে তাকে বোদা উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বোদা থানার ওসি আজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।