বাংলারজমিন
মুরাদনগরে নারীকে ধর্ষণ
চার আসামির রিমান্ড শুনানি বৃহস্পতিবার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারকুমিল্লার মুরাদনগরের বহুল আলোচিত নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি ও নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার অভিযুক্ত ৪ আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। গত মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১১ নম্বর আমলি আদালতে রিমান্ড আবেদন করেন মুরাদনগর থানা পুলিশ। বিষয়টি কুমিল্লা আদালতের পরিদর্শক মো. সাদিকুর রহমান নিশ্চিত করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ফজর আলী: নারীকে ধর্ষণের অভিযোগে ঢাকায় গ্রেপ্তার ফজর আলী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গত সাতদিনেও তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। দ্বিতীয় মামলায় ভিডিও কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার গ্রেপ্তার ৪ আসামি কুমিল্লা কারাগারে রয়েছেন। বিষয়টি মুরাদনগর থানা ওসি মো. জাহিদুর রহমান নিশ্চিত করেছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ বলেন, নারী ধর্ষণের অভিযুক্ত ফজর আলীকে ক্যাজুয়ালটি বিভাগে পুলিশ পাহারায় ভর্তি রাখা হয়েছে। তাকে চিকিৎসা দিচ্ছে অর্থোপেডিক্স বিভাগ। তার হাত ও পায়ের চারটি স্থানে ভেঙে গেছে। দুই স্থানের আঘাত কয়েক দিনের মধ্যেই সেরে উঠবে। দুইটি অস্ত্রোপচার করতে হবে।
আপত্তি থাকায় ৭ দিনেও ডাক্তারি পরীক্ষা হয়নি সেই নারীর: নারী ধর্ষণের ঘটনায় আপত্তি থাকায় ৭ দিনেও ডাক্তারি পরীক্ষা হয়নি সেই নারীর। এ ঘটনায় গত শুক্রবার মুরাদনগর থানা মামলা করেন ওই নারী। এরপর ডাক্তারি পরীক্ষা জন্য পুলিশ তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও তার আপত্তি থাকায় পরীক্ষা করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
ওই নারীর স্বজনরা বলছেন, ওই রাতে আওয়ামী লীগ নেতা ফজর আলীকে বেঁধে যেভাবে হাত পা শরীরে নির্যাতন করা হয়েছে, এতে ফজর আলী মারা গেলে ভয়াবহ পরিণতি হবে বলে তাকে ভয় দেখানো হয়। সেই ভয়ে তার ডাক্তারি পরীক্ষা করানো যায়নি। তিনি ফজর আলীর মামলা তুলে নিতেও চান। পর্নোগ্রাফি মামলাটি পরিচালনা করবেন।
মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার এসআই রুহুল আমীন বলেন, ভিকটিমের সঙ্গে কথা বলে মামলার কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। পর্নোগ্রাফি আইনের মামলায় আসামিদের সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলা তদন্তে রিমান্ড প্রয়োজন। কারা, কেন, কী উদ্দেশ্যে ভিডিও চিত্র ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে জিজ্ঞেসাবাদে সব তথ্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে আইন ও শালিস কেন্দ্রের (আসুক) কুমিল্লা জেলা শাখা সমন্বয়ক এডভোকেট শিল্পী সাহা বলেন, ধর্ষণ মামলার ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। ঘটনাটি ঘটার পরদিনই পরীক্ষা করানো উচিত ছিল। দেরি হলেও এখনই ডিএনএ নমুনা ও পোশাক জব্দ করে পরীক্ষা করানো প্রয়োজন, তা না হলে মামলার পক্ষে প্রমাণ দাঁড় করানো কঠিন হবে।
মুরাদনগর থানা ওসি জাহিদুর রহমান বলেন, ওই নারী ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হচ্ছে না। আমরা তাকে নানাভাবে বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু সে পরীক্ষা করাবেন না।
ভুক্তভোগীর নারী বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ ও জামায়াতে ইসলামী আমীর ও নেতারা: বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পাশবিক নির্যাতন ও বিবস্ত্র করার ভিডিও চিত্র ধারণ করার স্থান পরিদর্শন করে হিন্দু সমপ্রদায়ের নারী-পুরুষের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি নিজ দলের নেতাকর্মীদের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দেন।
গত সোমবার বিকালে মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর আনম ইলিয়াস হোসাইনসহ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ওই নারীর সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
গত বৃহস্পতিবার (২৬শে জুন) দিবাগত রাত সাড়ে ১০টায় মুরাদনগর উপজেলা ১১নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক বসতঘরের পূর্ব ভিটি পশ্চিম দিকে দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫)কে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারণ করা দুইটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। এ বিষয়ে ওই ভুক্তভোগী নারী সঙ্গে তার বাবার বাড়িতে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তিনি মুরাদনগর বাবার বাড়ি ছেড়ে হোমনা উপজেলা তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।