ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

জামায়াতের রংপুর বিভাগীয় জনসভায় দুই লক্ষাধিক জমায়েতের টার্গেট

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

রংপুর বিভাগীয় জনসভায় দুই লক্ষাধিক মানুষের জমায়েতের টার্গেট নিয়েছে জামায়াতে ইসলামী। আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভায় রংপুর বিভাগের ৮ জেলার জামায়াতের নেতাকর্মীসহ সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপসি'ত হওয়ার কথা রয়েছে। জনসভা সফল করতে ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ স'ানে তোরণ নির্মাণ, পোস্টার, ব্যানার-ফেস্টুন লাগানো, মাইকিং, প্রচারণা মোটরসাইকেল র‌্যালী করা হয়েছে। সুষ্ঠুভাবে জনসভা আয়োজনে মঞ্চ প্রস'ত, প্রচারণাসহ ১৩টি উপ-কমিটি দিন-রাত কাজ করছেন। বিভাগীয় জনসভা উপলক্ষে বুধবার (২ জুলাই) দুপুরে রংপুর জামায়াতে ইসলামী জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, দুপুরে চব্বিশের ছাত্র গণ-আন্দোলনের শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরা ও রাজনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকারের দাবীতে আগামী ৪ জুলাই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন, জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। এছাড়া জনসভায় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ জামায়াতের কেন্দ্রীয় ও স'ানীয় নেতারা বক্তব্য রাখবেন। 
সংবাদ সম্মেলনে উপসি'ত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর জামায়াতের আমির আজম খান, মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদাসহ অন্যরা।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status