বাংলারজমিন
রংপুরে নারী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন ও সমাবেশ
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারকুমিল্লার মুরাদ নগরে বর্বরোচিত কায়দায় নারী ধর্ষণ ও নিপীড়ন, রংপুর সমন্বিত শিশু পূর্ণবাসন কেন্দ্রে শিশুদের উপর যৌন হয়রানীর প্রতিবাদে রংপুরে মোমবাতি প্রজ্জ্বলন ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার রাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রংপুরের ব্যানারে সংগঠনের আহ্বায়ক অ্যাড. পলাশ কান্তি নাগের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রাজনীতিবীদ ও শিক্ষক শফিয়ার রহমান, শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসিসহ অন্যরা। এ সময় বক্তারা মুরাদনগরে নারী ধর্ষণ ও নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, রংপুর সমন্বিত শিশু পূনর্বাসন কেন্দ্রে শিশুদের যৌন হয়রানীর সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার করা, ধর্মীয় উপসানালয় এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মব ভায়োলেন্স জামিন অযোগ্য অপরাধ হিসেবে আইন প্রণয়ন করার দাবী জানান।