ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

রংপুরে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারদের নিয়ে ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

রংপুরে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার সকালে নগরীর একটি কমিউনিটি পার্কে সম্মিলিত ছাত্র জনতা প্লাটফর্মের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব খন্দকার মোঃ রুহুল আমিন। সম্মিলিত ছাত্র জনতা প্লাটফর্মের সভাপতি সামি ইবনে অম্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি আবু হাসান চঞ্চল,  সাধারণ সম্পাদক সিয়াম আহসান আয়ান, সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ সিদ্দিকী।
বক্তারা বলেন, আমাদের প্লাটফর্ম বৈষম্যের বিরুদ্ধে। বর্তমানে আমরা রংপুর নিয়ে কাজ করছি। রংপুর বিভাগীয় শহর হিসেবে যতটা গ্রহণযোগ্যতা পাওয়ার কথা ছিল, সেটা পায়নি। রংপুর বিভাগীয় জেলা হলেও শিক্ষাবোর্ড দিনাজপুরে, বিমানবন্দর নীলফামারীর সৈয়দপুরে। এরকম নজির দেশের কোনস'ানে নেই। রংপুরকে সবসময় নিচু হিসেবেই দেখা হয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য হলো রংপুর যেসব ক্ষেত্রে বঞ্চিত, যেসব ক্ষেত্র সমূহে রংপুরকে এগিয়ে নিতে কাজ করা। এসময়  শহীদ ও আহতদের পরিবার ও সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে, চীনের দেয়া বিশেষায়িত হাসপাতাল রংপুরে স'াপন, রংপুর বিশ্ববিদ্যালয়, রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স'াপন, রংপুর রেলওয়ে স্টেশনকে আধুনিকমানে উন্নীতকরণ, শ্যামা সুন্দরী খাল খননসহ ১৮ দফা দাবি জানানো হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status