বাংলারজমিন
ফেনীতে মোটরসাইকেলের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কা, কলেজ শিক্ষার্থী নিহত
ফেনী প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারফেনীতে মোটরসাইকেলের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম সজীব (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর এলাকা সংলগ্ন মহিপাল হাইওয়ে থানার অদূরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সার্জেন্ট রিয়াদ হোসেন। নিহত সাইফুল ইসলাম সজীব কুমিল্লার ঢালুয়া হোমনাবাদ আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, কেনা কাটার জন্য একই মোটরসাইকেল করে দুইজন ফেনীতে এসেছিলেন। কাজ শেষ করে রাতে তারা বাড়িতে ফেরার পথে তাদের বহনকৃত মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর এলাকা সংলগ্ন মহিপাল হাইওয়ে থানা অতিক্রম করার সময় পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি মালবাহী কাভার্ডভ্যান। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা সাইফুল ইসলাম সজীব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ গুরুতর আহত সাইফুলকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন। মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, নিহতের মরদেহ রাতে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হলেও বুধবার ভোরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনরা বুঝে নিয়ে যায়। এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছে।