বাংলারজমিন
ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারদিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য শাহ মো. কামরুজ্জামান শাহ্ (কামরু) (৫৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১জুন) রাত ৮টায় ফুলবাড়ী পৌর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুজ্জামান শাহ্, উপজেলার সুজাপুর গ্রামের মৃত শাহ খোরশেদ আলীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক জেলা পরিষদের সদস্য। তৎকালিন আওয়ামী লীগের সময় স'ানীয় এমপির ছত্রছায়ায় এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে আসছিল। বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় সন্দেহভাজন আসামী হিসবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল।