ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

জুলাই নিয়ে পুলিশ সদস্যের কটূক্তি, পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট করার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গত মঙ্গলবার (১লা জুলাই) রাত সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে পুলিশ লাইন্সের সামনে তারা বিক্ষোভ করেন। তাদের দাবি, ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় না নেয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হবে। ঘটনাস্থলে কুষ্টিয়া মডেল থানার ওসি মশাররফ হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলা হচ্ছে। সরজমিন দেখা যায়, পুলিশ লাইন্সের সামনে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এ সময় সড়কের উভয় পাশে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে। জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান জানান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশের এক সদস্য ফারজুল ইসলাম ফেসবুকে তার আইডিতে জুলাই নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করে পোস্ট করেছে। বিষয়টি নজরে আসার পর তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে। গ্রেপ্তার না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে। রাত সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলছিল। এদিকে রাত ১০টার কিছু সময় আগে জেলা পুলিশ ফেসবুকে একটি পোস্ট করে। তাতে লেখা রয়েছে, জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় জেলা পুলিশ ট্রাফিক কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই জেলা পুলিশ কুষ্টিয়ার পুলিশ লাইন্সসহ সকল ইউনিটে জুলাই অভ্যুত্থানবিরোধী ও রাষ্ট্রবিরোধী সংক্রান্ত কোনো মন্তব্য পোস্ট না করার জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। 
এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে রাত ১০টার দিকে ফারজুল নামে ওই পুলিশ সদস্য তার ফেসবুক আইডিতে পোস্ট করে দাবি করেন সকাল থেকে তার ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status