ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

রংপুরে নাহিদ ইসলাম

ক্ষমতা হস্তান্তরের জন্য জুলাই অভ্যুত্থান ঘটেনি

জাভেদ ইকবাল, রংপুর থেকে

(২ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০০ অপরাহ্ন

mzamin

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল পরিবর্তন কিংবা ক্ষমতা হস্তান্তরের জন্য জুলাই অভ্যুত্থান ঘটেনি। অভ্যুত্থান ঘটেছিল একটি গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আমরা অনেকে মনে করি, জুলাই আন্দোলন ছিল সরকার পতনের আন্দোলন। কিন্তু এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। আমাদের মাঝেও কিছু হতাশা রয়েছে, কারণ আমরা এখনো সম্পূর্ণ বিচার দেখতে পারিনি। বৈষম্যহীন বাংলাদেশে যে সংস্কার হওয়ার কথা তা সম্পূর্ণরূপে আমরা দেখতে পারিনি।’

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই-যদি সরকার বা অন্য কেউ যদি মনে করে থাকেন জুলাই আন্দোলনে যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গেছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি বাংলার প্রতিটি পথে-প্রান্তরে আমরা যাব। বাংলার ছাত্র-জনতা ও তরুণ শ্রমিকদের আবারো রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। আমরা ৩ আগস্ট ঢাকায় দেশের জনগণ ও শ্রমিকদেরকে সাথে নিয়ে জুলাই ঘোষণাপত্রের জন্য আবারও আন্দোলন শুরু করবো।’

নাহিদ বলেন, ‘আমাদের যে ৩টি দাবি ছিল, বিচার, সংস্কার ও নতুন সংবিধান। আবু সাঈদের কবরের পাশ থেকে তা পর্ণব্যক্ত করছি। নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব  তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

পাঠকের মতামত

Then no need elections

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.crickexgaming.com
DMCA.com Protection Status