প্রথম পাতা
নূরুল হুদা আরও ৪ দিনের রিমান্ডে
স্টাফ রিপোর্টার
২৮ জুন ২০২৫, শনিবার
অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে চারদিনের রিমান্ড শেষে এ দিন তাকে আদালতে আনা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।
গত ২২শে জুন রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরে বাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাঠকের মতামত
নূরুল হুদা গং, 15 টি বৎসর আপনারা বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেন নাই, ছলে বলে কৌশলে একটা পার্টি কে ক্ষমতায় রেখে কোটি কোটি মানুষকে অত্ত্যাচার করেছেন।
৪-৫ দিন করে রিমান্ডে না নিয়ে এরা যত মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে, ততদিন রিমান্ডে নেয়া হোক।